গত বছরে বিক্রির শীর্ষে আইফোন ও গ্যালাক্সি

২ মার্চ, ২০২০ ০০:১২  
অ্যাপল এবং স্যামসাং স্মার্টফোন বাজারে রাজত্ব করছে, এ বিষয়ে সন্দেহ পোষণ করার সুযোগ নেই। এই দাবিটিকে আবারও জোরালোভাবে প্রমাণ করেছে কাউন্টারপয়েন্ট রিসার্চ। খবর এনগ্যাজেট। প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়, ২০১৯ সালে বিশ্বে সবচেয়ে বেশি বিক্রিত ১০টি ফোনের মধ্যেই নয়টি ছিলো হয়তোবা অ্যাপল কিংবা স্যামসাংয়ের। শুধুমাত্র অপো’র এ৫ মডেলটি তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে। বিশ্বের মোট স্মার্টফোন বিক্রির ৩ শতাংশ দখল করে প্রথম অবস্থানে রয়েছে অ্যাপলের আইফোন এক্সআর। আর ১.৮ শতাংশ বিক্রির মাধ্যমে সর্বোচ্চ বিক্রিত অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে শীর্ষে রয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি এ৫০। শীর্ষ ১০ বিক্রিত ফোনের মধ্যে ৬টিই অ্যাপলের। স্যামসাংয়ের তিনটি ডিভাইস ও অপোর একটি ডিভাইস স্থান পেয়েছে শীর্ষ দশে। ডিবিটেক/বিএমটি